Posts

গুয়াস পেইন্ট কি এবং কেনো?

Image
৩১/০৭/২০১৮, প্রসূন হালদার । গুয়াস এক ধরনের জলরং। তবে প্রথাগত জলরঙের সাথে এর পার্থক্য হল এর রঞ্জকে অতিরিক্ত চক জাতীয় পদার্থের মিশ্রণ থাকে বলে এটি একটি অস্বচ্ছ মাধ্যম। বাইন্ডার হিসেবে এখানেও গাম অ্যারাবিক ব্যাবহার হয়ে থাকে। গুয়াসের ব্যাবহার আদিম যুগের গুহা চিত্র থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত দেখা যায়। এছাড়া তেল রং আবিষ্কারের আগে ইউরোপিয় শিল্পীরা গুয়াসকে ডিম, মধু , দুধ ও বিভিন্ন উদ্ভিজ আঠার সাথে মিশিয়ে তাদের শিল্প সৃষ্টিতে ব্যাবহার করেছেন। প্রাচীন ইজিপশিয়ান পেইন্টিং ও উপমহাদেশের মুগল মিনিয়েচার পেইন্টিয়ে গুয়াসের ব্যাবহার লক্ষণীয়। বিংশ শতকের ইউরোপ ও আমেরিকার কমার্শিয়াল আর্টে গুয়াসের ব্যাবহার অনেক বেড়ে যায়। পোষ্টার, বইয়ের প্রচ্ছদ, কমিক বই ,লোগো ও অন্যান্য ডিজাইন সহ নানান কাজে এর বহুল ব্যাবহার আমরা দেখতে পাই। কমার্সিলাল কাজে অধিক ব্যাবহারের ফলে বাজারে এর নাম পোস্টার পেইন্ট হয়ে যায়। যা বর্তমানে পোস্টার কালার হিসেবে আমরা আমাদের স্থানীয় বাজারে পেয়ে থাকি। এছাড়া টিউবেও গুয়াস রং কিনতে পাওয়া যায়। অনেকের মনেই একটা প্রশ্ন আছে জলরং ও গুয়াস বা পোস্টার কালারের মধ্যে আস

নতুন কিছু আঁকা

Image
প্রসূন হালদার, ২৯ মার্চ , ২০১৭। ২০১৩ সালে প্রথম স্কেচবুকিং শুরু করি, এখন ২০১৭। প্রায় প্রতিদিনই আঁকার চেষ্টা করি। তাই স্কেচবুকের প্রতি ভালবাসা জন্মে গেছে। মাঝে মাঝে যখন মন খারাপ থাকে তখন পুরনো খাতা গুলি দেখি। প্রতিটা আঁকা দেখলে তখনকার সেই সময়ের কথা মনে পরে যায়। আঁকার প্রেক্ষাপট মনে পরে যায়। মনে হয় কি আঁকতাম আর কি আঁকছি। প্রতি নিয়ত চেষ্টা করে যাচ্ছি। শিখে চলেছি প্রতিটা দিন। আর সব কিছুর সাক্ষী হয়ে থাকছে প্রতিটা খাতা।  ঠিক করেছি প্রতিটা খাতা থেকে কিছু বাছাইকরা পৃষ্ঠা এখানে সংরক্ষন করে রাখবো । যদি কারও উপকারে আসে ভাল, নয়তো নিছক স্মৃতিই হয়ে থাকল আরকি। মানুষ আঁকতে কিছুদিন ধরে ভাল লাগছিলনা। তাই এই খাতায় গাছ এঁকেছি, নানান রকম গাছ। ছোট গাছ, বড় গাছ, ঘাস লতা-পাতা। শহরে যেসব দেখা যায় সেসব। সাধারন জেল কলম, আর বল পয়েন্ট কলম থেকেই আঁকা সব গুলি। এর পর সময় পেলে প্রতিটা ডিজিটালি কালার করে ফেলব। একটা করেছি অবশ্য। সেই রঙ করাটাও সাথে দিয়ে দিলাম। সবাই ভাল থাকেন, "খাতা কলম জিন্দাবাদ" ।

খাতার যে সব পাতা আগে প্রকাশিত হয়নি

Image
প্রসূন হালদার, ০৩/০২/২০১৭ । আসলে আমি একটা বিষয় মাথায় রেখে সব সময় স্কেচবুকিং করি, সেটা হল '' আমার খাতা থেওরি ''। মানে আমার খাতা আমার কলম, আমার যা খুশি আমি তাই আঁকবো । এটা মাথায় থাকে বলেই মাঝে মাঝে চেষ্টা করেও যখন আঁকা ভাল হয়না তখন অতটা দুঃখ হয় না । শুধু লক্ষ্য থাকে একটাই পৃষ্ঠার পর পৃষ্ঠা এঁকে যাওয়া। এমন করতে করতেই খাতার প্রতি মায়া জন্মে গেছে । আর আঁকার প্রতি ভালবাসাতো সেই ছোটবেলা থেকে। গত বছরের বেশ কিছু খাতা থেকে কয়েকটা উল্টে পাল্টে দেখছিলাম। দেখতে দেখতে মনে হল এসব খাতার বেশিরভাগ কাজই আমার ওই সময় তেমন একটা ভাল লাগেনি। কিন্তু এখন দেখেও আবার মন্দ লাগছে না। এই সব ভাবতে ভাবতে মনে হল কাজ গুলকে সংরক্ষন করা যেতেই পারে । সেই ভাবনা থেকে কিছু পাতা স্ক্যান করে রেখে দিলাম আরকি।                                                                 

আমার খাতায় সমুদ্র দেখা

Image
এই মাসের ১০ তারিখ থেকে ১৫ তারিখ ছিল আমার ব্যাচ এর ট্যুর। চেয়েছিলাম পুরো ট্যুরের একটা ছবি-গল্প টাইপ কিছু বানাতে । তাতো আর হল না। তবে কিছু হাবিজাবি আঁকা ঠিকই হল। খাতা থেকে সেই সব দেখে আসা যাক।