#inktober আসলে কী?
প্রসূন হালদার, ৩১/১০/২০১৬ : জ্যাক পার্কার নামের এক আমেরিকান আর্টিস্ট ২০০৯ সালে দেখলেন, তিনি অনেক দিন ধরে বিভিন্ন মাধ্যমে ছবি আঁকলেও ইঙ্ক দিয়ে আঁকতে কেমন যেন একটা জড়তা কাজ করে। বিষয়টি তাকে ভাবিয়ে তুললো আর সে চাইলো এই ভাবনার একটা অবসান টানতে। তিনি ঠিক করলেন ওই বছর অক্টোবর মাস জুড়ে শুধু ইংকিংই করবেন, মানে কালি দিয়ে ছবি আঁকবেন। যেই ভাবনা সেই কাজ। ভদ্রলোক তার এই মাসব্যাপী কর্মকান্ডের কথা সবাইকে জানালেন আর বলতে গেলে মজা করেই সোশ্যাল মিডিয়ায় একটা চ্যালেঞ্জ-এর ডাক দিলেন। আর তার নাম দিলেন Inktober. Inktober এর তিনটি শর্ত আছে, ১.মাসের প্রতিদিন একটা করে ইঙ্কে ছবি আঁকা। ২.ছবিটি যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা । ৩.ক্যাপশন এ #inktober লেখা। উল্লেখ্য, পরবর্তী বছর গুলোতে দুনিয়ার বিভিন্ন প্রান্তের আর্টিস্টদের কাছে inktober কল্পনাতীত জনপ্রিয়তা পায়। ২০১৪ সালে অক্টোবরের প্রথম দশ দিনে শুধু টুইটারেই এক লাখ টুইট আসে। আর এখনতো এটা রীতিমত একটা ফেস্টিভ্যাল। ফেসবুক,টুইটার,ইনস্টাগ্রাম সহ সব জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে পুরো পৃথিবী এক সাথে অংশগ্রহণ করে কালি তুলির এই মহা উৎসবে। শুধু কালি-তুলি বলছি কেন! জেল পেন