নতুন কিছু আঁকা
প্রসূন হালদার, ২৯ মার্চ , ২০১৭। ২০১৩ সালে প্রথম স্কেচবুকিং শুরু করি, এখন ২০১৭। প্রায় প্রতিদিনই আঁকার চেষ্টা করি। তাই স্কেচবুকের প্রতি ভালবাসা জন্মে গেছে। মাঝে মাঝে যখন মন খারাপ থাকে তখন পুরনো খাতা গুলি দেখি। প্রতিটা আঁকা দেখলে তখনকার সেই সময়ের কথা মনে পরে যায়। আঁকার প্রেক্ষাপট মনে পরে যায়। মনে হয় কি আঁকতাম আর কি আঁকছি। প্রতি নিয়ত চেষ্টা করে যাচ্ছি। শিখে চলেছি প্রতিটা দিন। আর সব কিছুর সাক্ষী হয়ে থাকছে প্রতিটা খাতা। ঠিক করেছি প্রতিটা খাতা থেকে কিছু বাছাইকরা পৃষ্ঠা এখানে সংরক্ষন করে রাখবো । যদি কারও উপকারে আসে ভাল, নয়তো নিছক স্মৃতিই হয়ে থাকল আরকি। মানুষ আঁকতে কিছুদিন ধরে ভাল লাগছিলনা। তাই এই খাতায় গাছ এঁকেছি, নানান রকম গাছ। ছোট গাছ, বড় গাছ, ঘাস লতা-পাতা। শহরে যেসব দেখা যায় সেসব। সাধারন জেল কলম, আর বল পয়েন্ট কলম থেকেই আঁকা সব গুলি। এর পর সময় পেলে প্রতিটা ডিজিটালি কালার করে ফেলব। একটা করেছি অবশ্য। সেই রঙ করাটাও সাথে দিয়ে দিলাম। সবাই ভাল থাকেন, "খাতা কলম জিন্দাবাদ" ।