Posts

Showing posts from 2017

নতুন কিছু আঁকা

Image
প্রসূন হালদার, ২৯ মার্চ , ২০১৭। ২০১৩ সালে প্রথম স্কেচবুকিং শুরু করি, এখন ২০১৭। প্রায় প্রতিদিনই আঁকার চেষ্টা করি। তাই স্কেচবুকের প্রতি ভালবাসা জন্মে গেছে। মাঝে মাঝে যখন মন খারাপ থাকে তখন পুরনো খাতা গুলি দেখি। প্রতিটা আঁকা দেখলে তখনকার সেই সময়ের কথা মনে পরে যায়। আঁকার প্রেক্ষাপট মনে পরে যায়। মনে হয় কি আঁকতাম আর কি আঁকছি। প্রতি নিয়ত চেষ্টা করে যাচ্ছি। শিখে চলেছি প্রতিটা দিন। আর সব কিছুর সাক্ষী হয়ে থাকছে প্রতিটা খাতা।  ঠিক করেছি প্রতিটা খাতা থেকে কিছু বাছাইকরা পৃষ্ঠা এখানে সংরক্ষন করে রাখবো । যদি কারও উপকারে আসে ভাল, নয়তো নিছক স্মৃতিই হয়ে থাকল আরকি। মানুষ আঁকতে কিছুদিন ধরে ভাল লাগছিলনা। তাই এই খাতায় গাছ এঁকেছি, নানান রকম গাছ। ছোট গাছ, বড় গাছ, ঘাস লতা-পাতা। শহরে যেসব দেখা যায় সেসব। সাধারন জেল কলম, আর বল পয়েন্ট কলম থেকেই আঁকা সব গুলি। এর পর সময় পেলে প্রতিটা ডিজিটালি কালার করে ফেলব। একটা করেছি অবশ্য। সেই রঙ করাটাও সাথে দিয়ে দিলাম। সবাই ভাল থাকেন, "খাতা কলম জিন্দাবাদ" ।

খাতার যে সব পাতা আগে প্রকাশিত হয়নি

Image
প্রসূন হালদার, ০৩/০২/২০১৭ । আসলে আমি একটা বিষয় মাথায় রেখে সব সময় স্কেচবুকিং করি, সেটা হল '' আমার খাতা থেওরি ''। মানে আমার খাতা আমার কলম, আমার যা খুশি আমি তাই আঁকবো । এটা মাথায় থাকে বলেই মাঝে মাঝে চেষ্টা করেও যখন আঁকা ভাল হয়না তখন অতটা দুঃখ হয় না । শুধু লক্ষ্য থাকে একটাই পৃষ্ঠার পর পৃষ্ঠা এঁকে যাওয়া। এমন করতে করতেই খাতার প্রতি মায়া জন্মে গেছে । আর আঁকার প্রতি ভালবাসাতো সেই ছোটবেলা থেকে। গত বছরের বেশ কিছু খাতা থেকে কয়েকটা উল্টে পাল্টে দেখছিলাম। দেখতে দেখতে মনে হল এসব খাতার বেশিরভাগ কাজই আমার ওই সময় তেমন একটা ভাল লাগেনি। কিন্তু এখন দেখেও আবার মন্দ লাগছে না। এই সব ভাবতে ভাবতে মনে হল কাজ গুলকে সংরক্ষন করা যেতেই পারে । সেই ভাবনা থেকে কিছু পাতা স্ক্যান করে রেখে দিলাম আরকি।