খাতার যে সব পাতা আগে প্রকাশিত হয়নি
প্রসূন হালদার, ০৩/০২/২০১৭ । আসলে আমি একটা বিষয় মাথায় রেখে সব সময় স্কেচবুকিং করি, সেটা হল '' আমার খাতা থেওরি ''। মানে আমার খাতা আমার কলম, আমার যা খুশি আমি তাই আঁকবো । এটা মাথায় থাকে বলেই মাঝে মাঝে চেষ্টা করেও যখন আঁকা ভাল হয়না তখন অতটা দুঃখ হয় না । শুধু লক্ষ্য থাকে একটাই পৃষ্ঠার পর পৃষ্ঠা এঁকে যাওয়া। এমন করতে করতেই খাতার প্রতি মায়া জন্মে গেছে । আর আঁকার প্রতি ভালবাসাতো সেই ছোটবেলা থেকে। গত বছরের বেশ কিছু খাতা থেকে কয়েকটা উল্টে পাল্টে দেখছিলাম। দেখতে দেখতে মনে হল এসব খাতার বেশিরভাগ কাজই আমার ওই সময় তেমন একটা ভাল লাগেনি। কিন্তু এখন দেখেও আবার মন্দ লাগছে না। এই সব ভাবতে ভাবতে মনে হল কাজ গুলকে সংরক্ষন করা যেতেই পারে । সেই ভাবনা থেকে কিছু পাতা স্ক্যান করে রেখে দিলাম আরকি।