Posts

Showing posts from July, 2018

গুয়াস পেইন্ট কি এবং কেনো?

Image
৩১/০৭/২০১৮, প্রসূন হালদার । গুয়াস এক ধরনের জলরং। তবে প্রথাগত জলরঙের সাথে এর পার্থক্য হল এর রঞ্জকে অতিরিক্ত চক জাতীয় পদার্থের মিশ্রণ থাকে বলে এটি একটি অস্বচ্ছ মাধ্যম। বাইন্ডার হিসেবে এখানেও গাম অ্যারাবিক ব্যাবহার হয়ে থাকে। গুয়াসের ব্যাবহার আদিম যুগের গুহা চিত্র থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত দেখা যায়। এছাড়া তেল রং আবিষ্কারের আগে ইউরোপিয় শিল্পীরা গুয়াসকে ডিম, মধু , দুধ ও বিভিন্ন উদ্ভিজ আঠার সাথে মিশিয়ে তাদের শিল্প সৃষ্টিতে ব্যাবহার করেছেন। প্রাচীন ইজিপশিয়ান পেইন্টিং ও উপমহাদেশের মুগল মিনিয়েচার পেইন্টিয়ে গুয়াসের ব্যাবহার লক্ষণীয়। বিংশ শতকের ইউরোপ ও আমেরিকার কমার্শিয়াল আর্টে গুয়াসের ব্যাবহার অনেক বেড়ে যায়। পোষ্টার, বইয়ের প্রচ্ছদ, কমিক বই ,লোগো ও অন্যান্য ডিজাইন সহ নানান কাজে এর বহুল ব্যাবহার আমরা দেখতে পাই। কমার্সিলাল কাজে অধিক ব্যাবহারের ফলে বাজারে এর নাম পোস্টার পেইন্ট হয়ে যায়। যা বর্তমানে পোস্টার কালার হিসেবে আমরা আমাদের স্থানীয় বাজারে পেয়ে থাকি। এছাড়া টিউবেও গুয়াস রং কিনতে পাওয়া যায়। অনেকের মনেই একটা প্রশ্ন আছে জলরং ও গুয়াস বা পোস্টার কালারের মধ্যে আস