#inktober আসলে কী?
প্রসূন হালদার, ৩১/১০/২০১৬ :
জ্যাক পার্কার নামের এক আমেরিকান আর্টিস্ট ২০০৯ সালে দেখলেন, তিনি অনেক দিন ধরে বিভিন্ন মাধ্যমে ছবি আঁকলেও ইঙ্ক দিয়ে আঁকতে কেমন যেন একটা জড়তা কাজ করে। বিষয়টি তাকে ভাবিয়ে তুললো আর সে চাইলো এই ভাবনার একটা অবসান টানতে। তিনি ঠিক করলেন ওই বছর অক্টোবর মাস জুড়ে শুধু ইংকিংই করবেন, মানে কালি দিয়ে ছবি আঁকবেন। যেই ভাবনা সেই কাজ। ভদ্রলোক তার এই মাসব্যাপী কর্মকান্ডের কথা সবাইকে জানালেন আর বলতে গেলে মজা করেই সোশ্যাল মিডিয়ায় একটা চ্যালেঞ্জ-এর ডাক দিলেন। আর তার নাম দিলেন Inktober.
Inktober এর তিনটি শর্ত আছে,
১.মাসের প্রতিদিন একটা করে ইঙ্কে ছবি আঁকা।
২.ছবিটি যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ।
৩.ক্যাপশন এ #inktober লেখা।
উল্লেখ্য, পরবর্তী বছর গুলোতে দুনিয়ার বিভিন্ন প্রান্তের আর্টিস্টদের কাছে inktober কল্পনাতীত জনপ্রিয়তা পায়। ২০১৪ সালে অক্টোবরের প্রথম দশ দিনে শুধু টুইটারেই এক লাখ টুইট আসে। আর এখনতো এটা রীতিমত একটা ফেস্টিভ্যাল। ফেসবুক,টুইটার,ইনস্টাগ্রাম সহ সব জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে পুরো পৃথিবী এক সাথে অংশগ্রহণ করে কালি তুলির এই মহা উৎসবে। শুধু কালি-তুলি বলছি কেন! জেল পেন,মার্কার,ব্রাশপেন এ সবই ব্যবহার হয় inktober আঁকতে। আসলে inktober এর মূল উদ্দেশ্য হলো, নিয়ম করে একটি মাধ্যমে টানা ৩১ দিন ছবি আঁকা এবং নিজের ইংকিং স্কিলকে আরো উচ্চতায় নিয়ে যাওয়া।
এবারে আসি, আমি কি করলাম এই ২০১৬ inktober-এ। আমি প্রতি দিন একটা করে, ৩১ টা ছবি এঁকেছি। আসলে এটা বলতে যতটা সোজা লাগছে কাজটা এতটা সোজা নয়। প্রথম ১০ দিন আকার পর মনে হয় কি করছি এগুলো। একঘেয়েমি এসে যায়। একটা সময় ইচ্ছাও করে না। তাও কেন জানিনা নিজের ভেতর থেকে একটা তাগিদ চলে আসে। এবার inktober-এ একটা Prompt List ছিল। মানে প্রতি দিন নতুন নতুন থিম নিয়ে ছবি আঁকা। আমি অবশ্য এগুলি কিছু মেনে আঁকিনি। তবে ,সাইফ মাহমুদ ( https://m.facebook.com/Sayeef.Ink ) প্রতিটা দিন অফিসিয়াল inktober থিম ফলো করে এঁকেছে। আর মাস শেষে একটা সুন্দর গল্প দাঁড় করিয়েছে সে। যেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। রাফিউজ্জামান রিদমও( https://m.facebook.com/rhythomdraws) ৩১ দিন টানা এঁকেছে। এছাড়াও পরিচিত অপরিচিত অনেকে এঁকেছে। তবে টানা এক মাস এঁকেছে এমন লোক কম। কিন্তু একটা জিনিস বেশ স্পষ্ট ,সবাই কাজটা বেশ মজা নিয়ে করেছে। আর এই বিশাল লেখাটা লেখার কারণ, inktober নিয়ে অনেকেই বিভিন্ন সময়ে জানতে চেয়েছেন। তাই সবাইকে একবারে উত্তর দিতে লিখলাম আরকি। লেখায় ভুল-টুল হয়েছে অনেক, ওই গুলা ভুলে গেলেই খুশি হবো।
"HAPPY INKTOBER 2016"
সুন্দর পোস্ট। ছবি গুলোও সুন্দর লাগলো
ReplyDelete